কিছু গল্প

কিছু গল্প, তাদের কথা হতচ্ছাড়া। কিছু গল্প তাদের কথা
পিছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থামান না! উফ!
গল্পে জানলা আছে। দাঁড়ানো পথ। পিছনে চেয়ে
উঁহু হলো না! লাইনটা খুব ভেতো হয়ে গেলো সাদা বাঙালী!
কিছু গল্প আছে। হ্যাঁ সে তো আছেই আমি জানি। তারপর
পেনটা ছুঁড়ে ফেললাম। ছুঁড়ে। হাত টপকে সিঁড়ি পাথরের স্ল্যাবগুলো পেরিয়ে নৌকার খোলে গিয়ে! মাঝেই পড়েছে কোথাও। এখন উঠতে ইচ্ছে না। ভোর হচ্ছে না হয়ে গেছে অনেকক্ষণ। এখন ঝাঁঝালো কড়া। ঝাউয়ের ফাঁকা ঝাড়গুলোর মধ্যে, কি পাখি ডাকছে ওটা! লোকজন লুটোপুটি করে সমুদ্র স্নান করছে। ভালো লাগে! এভাবে একটা নেই কে না থাকাকে সন্ত ভেবে তাকে ছুঁড়ে মেখে কেটে!
পেনটা কুড়াতে হবে উঠি
অহনা সরকার
#নভেম্বর